রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে সুজন দত্ত (৩০) নামের এক যুবককে এক বছরের দণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
২৫ ডিসেম্বর বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরে পূর্ত ভবন সংলগ্ন বনশ্রী সড়ক এলাকা থেকে আসামবস্তির বাসিন্দা রনজিৎ দত্তের ছেলে সুজন দত্তকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।
পরবর্তীতে সে ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলমত নির্বিশেষে মাদকের সাথে জড়িত সকলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available