লালমনিরহাট প্রতিনিধি: সবজিখেত দিয়ে পানির ড্রেন করতে বাধা দেওয়ায় লালমনিরহাটে এক কৃষককে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বেদম পিটিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ডান হাত ও পায়ের হাড় ভেঙ্গে গেছে। পরে স্থানীয় লোকজন আহত কৃষককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ১নং ফুলগাছ গ্রামে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা করেছেন আহত কৃষক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল কাদের।
আহত কৃষক হলেন ১নং ফুলগাছ গ্রামের মৃত খগেশ্বর রায়ের ছেলে নারায়ন চন্দ্র রায় (৪৫)। তিনি দেশীয় একটি বীজ কোম্পানির বিভিন্নজাতের সবজি বীজ উৎপন্ন করছেন দীর্ঘ দিন ধরে।
অভিযুক্ত দুর্বৃত্তরা হলেন একই গ্রামের মৃত খৈমুদ্দিনের ছেলে আনছার আলী (৫৫) ও তার দুই ছেলে আবু সাইদ নয়ন (২৪) ও আবির হোসেন স্বপন (২০)।
আহত কৃষক নারায়ন চন্দ্র রায় বলেন, তিনি গ্রামে প্রায় দুই একর জমি লিজ নিয়ে বিভিন্নজাতের সবজি উৎপন্ন করছেন দীর্ঘ দিন ধরে। তিনি টমেটো, বেগুন, মরিচ, করল্যাসহ অন্যন্য সবজির বীজ উৎপন্ন করেন। একটি বীজ কোম্পানি তার উৎপাদিত সবজি বীজ কিনে নিয়ে যায়। বীজের জন্য লাগানো টমেটো ও বেগুন চারাখেত দিয়ে আনছার আলী ও তার ছেলেরা জোরপূর্বক পানির ড্রেন নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে টমেটো ও বেগুনখেত নষ্ট করে দেন। এ সময় বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বেদম মারপিট করায় আমার ডান হাত ও পায়ের হাড় ভেঙ্গে যায়।
লালমনিরহাট সদর থানার অফিসার্স উনচার্জ (ওসি) আব্দুল কাদের বলেন, আসামিদের গ্রেফতার করা হবে। পিটিয়ে কৃষকের হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available