নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়নের টিকরপুর এলাকায় গোপাল সাহা নামের এক কৃষকের ফসলিজমির মাটি রাতেরবেলা ভেকু দিয়ে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের লিয়াকত ও মিজানুরের বিরুদ্ধে। মিজানুর ও লিয়াকত মাটি ব্যবসায়ী।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের বাবা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কেটে নেওয়ার বিষয়টির সত্যতা পেয়েছে। মীমাংসার কথা বলে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে বাদী ও বিবাদী পক্ষ আপসের জন্য বসলে মাটি কাটার বিষয়টি সকলের সামনে স্বীকার করেন অভিযুক্তরা। জমিটি আগের রূপে মাটি ভরাট করে দেবে বলে জানায় অভিযুক্তরা। কিন্তু বিষয়টির সমাধান পায়নি ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী গোপাল সাহা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে টিকরপুর পেট্রোল পাম্পের সামনে ব্রিজের পাশে জমিটি আমরা মালিকানা সূত্রে ভোগদখলে আছি। হঠাৎ গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে কে বা কারা আমাদের জমির মাটি কেটে পাশে হরিকালি মন্দিরের সারমনে জায়গাটি ভরাট করে। বিষয়টি নিয়ে মন্দির কমিটির সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেই। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করেন।’
‘এরপর জানতে পারি, মন্দির কমিটি মাটি ব্যবসায়ী লিয়াকত ও মিজানুরের সাথে চুক্তি করেছিল জায়গাটি মাটি দিয়ে ভরাট করে দেয়ার জন্য। কিন্তু মিজানুর ও লিয়াকত মন্দির কমিটিকে না জানিয়ে অন্য জায়গা থেকে মাটি না কিনে পাশে থাকা আমাদের চাষের জমির উপরিভাগের মাটি তথা টপ সয়েল ভেকু দিয়ে কেটে নিয়ে ভরাট করে দেন। মামলায় না গিয়ে স্থানীয়ভাবে মীমাংসায় বসলে লিয়াকত ও মিজানুর বিষয়টি স্বীকার করেন এবং দুইদিনের মধ্যে আমাদের জমিটি আগের অবস্থার মত ভরাট করে দেবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু এক সপ্তাহের বেশি সময় হয়ে গেলেও কোনো সমাধান পাইনি।’
অভিযুক্ত লিয়াকত মুঠোফোনে বলেন, ‘বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে। মাটি ভরাট করে কেন দেননি জিজ্ঞেস করলে জানান, একটু সময় লাগবে। এত দ্রুত সম্ভব নয়।’
গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আনোয়ার হোসেন এশিয়ান টিভি অনলাইনকে মুঠোফোনে বলেন, গোপালের জমির মাটি কেটে নিয়েছে ঘটনাটি সঠিক। স্থানীয়ভাবে গণ্যমান্যদের নিয়ে উভয়পক্ষ মীমাংসায় বসেছিল। যদি সমাধান না হয়ে থাকে তাহলে বিষয়টি গুরুত্বের সাথে দেখে আইনী পদক্ষেপ নেওয়া হবে৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available