• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ০১:৫৯:৪১ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ০১:৫৯:৪১ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

নাঙ্গলকোটে পিস্তলসহ সন্ত্রাসী আটক

৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:০৫

নাঙ্গলকোটে পিস্তলসহ সন্ত্রাসী আটক

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে পিস্তলসহ জসীম উদ্দিন (৩২) নামের এক সন্ত্রাসীকে দেশীয় পিস্তলসহ আটক করে গণপিটুনি দিয়ে যৌথবাহিনীর কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে ২ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার ঢালুয়া ইউপির চৌকুড়ী বাজারে। সন্ত্রাসী জসীম উদ্দিন পার্শ্ববর্তী সাতবাড়িয়া ইউপির সাতবাড়ীয়া গ্রামের বশির আহাম্মদের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চৌকুড়ী গ্রামের ডুবাই প্রবাসী নুরুন্নবী নতুন বাড়ি নির্মাণ করছেন। সন্ত্রাসী জসীম উদ্দিন প্রবাসী নুরুন্নবীর কাছে ১০ লাখ টাকা  চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ার কথা বললে তাকে হত্যার হুমকি ধমকি দেয়। সেই সঙ্গে ওই গ্রামের বিভিন্ন লোকের কাছে প্রতিনিয়ত চাঁদা দাবি করে আসছিল জসীম উদ্দিন।

গত ২০/২৫ দিন পূর্বে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিনকে চাঁদা দাবির বিষয়টি খুলে বলেন ভুক্তভোগীরা। পরে ইউপি সদস্য জামাল উদ্দিন এলাকার লোকজন নিয়ে সন্ত্রাসী জসীম উদ্দিনকে আটক করে তার মোটরসাইকেল রেখে দেয়।

এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী জসীম উদ্দিন তার সঙ্গীদের নিয়ে চৌকুড়ী বাজার মোস্তফার দোকানে এসে পিস্তল তাক করে। ঘটনাটি এলাকাবাসী দেখে সন্ত্রাসী জসীম উদ্দিনকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়।

পরে খবর দিলে যৌথবাহিনীর সদস্যরা এসে সন্ত্রাসী জসীমকে উদ্ধার করে থানা নিয়ে যায়।

এ বিষয়ে ঢালুয়া ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, সন্ত্রাসী জসীম উদ্দিন গত এক মাস থেকে চৌকুড়ী বাজার এলাকায় বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে আসছে। মানুষ আমার কাছে এসব ঘটনায় অভিযোগ করে। জসীম উদ্দিনকে তা জিজ্ঞাসা করলে সে হুমকি ধমকি দেয়।

এ ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী মোস্তফার দোকানে গিয়ে তাকে দেশীয় পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে তাকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। পরে যৌথবাহিনী এসে জসীম উদ্দিন উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, এলাকাবাসী জসীম উদ্দিনকে আটক করে গণপিটুনি দিয়ে যৌথবাহিনীকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৯:৪২