• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০৯:৫৫:৩৭ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে পৌষ ১৪৩১ রাত ০৯:৫৫:৩৭ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

চর দখলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

৬ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:২৮:৩১

চর দখলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫০

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছা ও উলিপুরে তিস্তা নদীর চরের খাস জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মো. দরবেশ আলী (৫২) নামের একজন নিহত হয়েছেন। এছাড়াও আরও ৫০ জন উভয় পক্ষের আহত হয়।  

৫ জানুয়ারি রোববার দুপুরে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে। নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় পক্ষই পীরগাছার কিন্তু ঘটনাস্থল উলিপুরে। তাই বিষয়টি তারা দেখছে।

স্থানীয়দের বরাত দিয়ে পু‌লিশ জানায়, দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর খাস জমি নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সবুর মিয়া ও পীরগাছা সদর ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. ইসমাইল হোসেনের বিরোধ চলছিল। কয়েক‌দিন আগেও দুই গ্রুপের মারামা‌রি হয়। এরই জেরে রোববার দুপুরে চর দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস্য দর‌বেশ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও দশজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত সরকারি খাস জমি। প্রতি বছর চর‌টিকে ঘিরে আওয়ামী লীগের সবুর ও ইসমাইল গ্রুপের সং‌ঘর্ষ হয়। রোববারও চর দখলকে কেন্দ্রে করে উভয়পক্ষের সংঘর্ষে সবুর গ্রুপের দরবে‌শ আলী নিহত হয়ে‌ছে। তিনি সবুরের খা‌লাতো ভাই।

ও‌সি জিল্লুর রহমান বলেন, সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
৭ জানুয়ারী ২০২৫ রাত ০৮:১১:৩৭

সাঘাটায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই
৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:০৫





সেনবাগে বিয়ে মেনে না নেওয়ায় কিশোরীর আত্মহত্যা
৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:৩৫