বরিশাল ব্যুরো: বরিশালে কিশোরী স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক তরুণ কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারা দণ্ড দেওয়া হয়েছে।
৭ জানুয়ারি মঙ্গলবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম ওই আদেশ দিয়েছেন বলে বেঞ্চ সহকারী মো. আজিবর রহমান জানিয়েছেন।
দণ্ডিত মো. হারুন মোল্লা (২২) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামের বাসিন্দা মো. সিদ্দিক মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডিত হারুন এজলাসে উপস্থিত ছিলেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীকে ২০১৮ সালের ৭ মে অপহরণ করা হয়। পরে ছাত্রীকে মারধর ও জখম করার হুমকি দিয়ে ধর্ষণ করে। এ অভিযোগে ছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানা এজাহার হিসেবে মামলা রুজু করে। পরে থানার এসআই মো. আ. ছবুর ২০১৮ সালের ১৩ জুলাই চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক ৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দেন। এতে মামলার অপর তিন আসামীকে খালাস দিয়েছেন।
বেঞ্চ সহকারী বলেন, দণ্ডিত হারুনকে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
দণ্ডিত হারুন নিজেকে নির্দোষ দাবি করে বলেন তাকে ফাঁসানো হয়েছে। তিনি নিজে পেশায় কৃষক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available