মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে গৃহকর্তার সর্বস্ব লুটে নেয়া চক্রের এক সদস্যকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে গৃহকর্তার সর্বস্ব লুটে নেয়ার সময় আটক হওয়া চোর চক্রের এক সদস্য মতিউর রহমান (২৭)কে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে শিবালয় থানা পুলিশ।
জানা গেছে, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কয়ড়া গ্রামের মো. আলমগীর হোসেনের বাড়ির টিউবওয়েলের পানিতে গত ৭ জানুয়ারি বিকেলে কে বা কারা নেশা জাতীয় ঔষধ দিয়ে রাখে। আলমগীর হোসেন খাবার খাওয়ার পর বাড়ির পাশে জমিতে কাজ করতে গেলে মাথা ঘুরায় এবং ঘুম ঘুম লাগে তার। তখন তার সন্দেহ হলে বাজারে গিয়ে আচার কিনে এনে নিজে খান এবং পরিবারের অন্য সদস্যদেরও খাওয়ান।
ঘটনাটি প্রতিবেশীদের জানালে তারা রাতের বেলায় সকলকে সজাগ থাকার পরামর্শ দেন। এরপর ৮ জানুয়ারি বুধবার দিবগত রাত আনুমানিক ১টায় তার ঘরের বাড়ান্দার কেচি গেটের লক ভেঙ্গে চোর মতিউর ঘরে প্রবেশ করে। আলমারিতে রাখা ভ্যানিটি ব্যাগ থেকে তিন হাজার টাকা চুরি করে। শব্দ পেয়ে আলমগীর চোর, চোর বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় চোর চক্রের দুই জন পালিয়ে গেলেও মতিউর নামের একজনকে আটক করেন স্থানীয়রা।
পরে বাড়ির পাশের জমিতে ফেলা রাখা একটি ব্যাগ পাওয়া যায়। এরমধ্যে একটি স্ক্রুড্রাইভার, একটি টিন কার্টার, একটি লোহা তোলার জামটিয়া, একটি শেলাইরেঞ্জ, তিন জোড়া জুতা, একটি ভাঙ্গা কেচি গেইটের লক পাওয়া যায়।
আটক মতিউর রহমান মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আক্কাস উদ্দিনের ছেলে। তিনি ঢাকা জেলার সাভার ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ এআরএম আল মামুন বলেন, আটক মাতিউর চেতনা নাশক ও নেশা জাতীয় দ্রব্য প্রয়োগ করে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে চুরি করার চেষ্ট করে। এ সময় স্থানীয় জনতা ওই চোরকে আটক করে পুলিশে খবর দেন। এরপর আমরা ওই চোরকে কোর্টে প্রেরণ করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available