• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:০৬:০৪ (13-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে পৌষ ১৪৩১ বিকাল ০৩:০৬:০৪ (13-Jan-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

১৩ জানুয়ারী ২০২৫ সকাল ১০:১৯:০৫

কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ায় গোশত বিক্রির পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আল-আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছে এবং লিটন সদ্দার নামের আরো এক যুবক আহত হয়েছে।

১২ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। আহত লিটন সদ্দার একই এলাকার মৃত রুনু সদ্দারের ছেলে। লিটনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আল-আমিনের স্বজনেরা জানান, আল-আমিন এবং তার বাবা রবিউল ওই এলাকায় গোশতের ব্যাবসা করতেন। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগের গোশত বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিলো রবিউলের। কিন্তু আসাদুল টাকা পরিশোধ না করে তালবাহনা করছিলেন। রোববার বিকেলে রবিউল আসাদুলের কাছে টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এর জের ধরে সন্ধ্যার পরে আসাদুল এবং তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজনকে সাথে করে এসে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়।

এ সময় আল-আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল এবং আকাশ দুই জনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আল-আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে। নিহত আলা-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে‌। ঘাতকদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দোয়ারাবাজারে ৮২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
১৩ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৯:২৮