ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের তালতলায় রিকশা চালক কিশোর হোসাইন বেপারীকে হত্যায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামিরা হল শহরের ভাটি লক্ষিপুরের তুষার চৌধুরীর ছেলে তুফান চৌধুরী (২১) ও লক্ষিপুর এলাকার মৃত নুরু হাওলাদারের ছেলে আল-আমীন (৩২)।
আজ ১৫ জানুয়ারি বুধবার বেলা সাড়ে এগরটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদ সম্মেলন করে এই সমস্ত তথ্য জানান ফরিদপুর জেলা পুলিশ সুপার আব্দুল জলিল।
পুলিশ জানায়, আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহয়তা নিয়ে দ্রুত আসামি চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের স্বীকারোক্তি মোতাবেক ছিনতাই হওয়া রিকশা ও ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
আসামি তুফান চৌধুরীর ভাষ্যমতে, হোসাইনের রিকশা ছিনতাই করার টার্গেট নিয়েই হোসাইনের রিক্সা ঘণ্টা ২৫০ টাকার চুক্তিতে ভাড়া নেন। এর পর তারা শহরের বিভিন্ন যায়গায় ঘুরে সুযোগ বুঝে হোসাইনকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, আসামিদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available