• ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ দুপুর ১২:১৮:৩০ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ দুপুর ১২:১৮:৩০ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

অসুস্থ স্ত্রীকে গলা কেটে হত্যা, চার দিনে হত্যার রহস্য উন্মোচন করল পুলিশ

১৯ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:০৩:১৯

অসুস্থ স্ত্রীকে গলা কেটে হত্যা, চার দিনে হত্যার রহস্য উন্মোচন করল পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাথুরা গ্রামে চারদিন আগে এক নারীকে জবাই করে হত্যার ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ছাড়া আসামিকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ক্যানসারে আক্রান্ত স্ত্রী লায়লা আরজু দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় তাঁকে জবাই করে হত্যা করে আসামি সেকেন্দার আলী।

১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। মানিকগঞ্জ আদালতে ১৬৪ ধারামতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি সেকেন্দার আলী।

পুলিশ সুপার ইয়াসমিন খাতুনের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঘিওর উপজেলার রাথুরা গ্রামের সেকেন্দার আলী (৬৬) ও লায়লা আরজু (৬২) দম্পতির এক ছেলে এক মেয়ে সন্তান আছে। তারা বিবাহিত এবং বাড়িতে সেকেন্দার আলী ও তাঁর স্ত্রী লায়লা আরজু থাকেন। গত ১৫ জানুয়ারি সকালে ওই দ্বিতল বাড়ি থেকে লায়লা আরজুর জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৬ জানুয়ারি লায়লার ভাই ময়নুল ইসলাম মুকুল বাদী হয়ে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করেন।

তদন্তে দেখা যায়, ঘটনার সঙ্গে লায়লা আরজুর স্বামী সেকেন্দার আলী সরাসরি যুক্ত। তাঁকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার  করা হয়। গ্রেফতার হওয়ার পর সেকেন্দার আলী স্ত্রীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন।

সেকেন্দার আলী পুলিশকে বলেন, স্ত্রীর অসুস্থতা স্তন ক্যান্সার এবং চর্মরোগ হয়েছিলো। ২০২২ সাল থেকে তিনি অসুস্থ। এ কারণে তাঁরা আলাদা আলাদা রুমে থাকতেন। স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক না থাকায় তিনি দ্বিতীয় বিয়ে করবেন বলে জানান। দ্বিতীয় বিয়েতে তাঁর স্ত্রী বাধা দেন।

তিনি আরও জানান, ১৪ জানুয়ারি রাতে এ নিয়ে ঝগড়া হয়, যা ১৫ জানুয়ারি সকালে তীব্র আকার ধারণ করে। ঝগড়ার একপর্যায়ে সেকেন্দার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং রান্নাঘর থেকে ছুরি এনে স্ত্রীর গলায় আঘাত করেন। পরে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর ছেড়ে চলে যান।

পরে সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে এসে চিৎকার করে বলেন, তাঁর স্ত্রীকে কে বা কারা জবাই করে হত্যা করেছে।

পুলিশ সুপার আরও বলেন, মামলা হওয়ার পর মাত্র দুদিনের মধ্যে আলোচিত এই হত্যার রহস্য উন্মোচনসহ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আসামি আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দায়স্বীকারোক্তি করে জবানবন্দি দিয়েছেন। আদালত আসামিকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নারায়ণগঞ্জের বন্দর সড়ক দুর্ঘটনায় নিহত ১
১৯ জানুয়ারী ২০২৫ সকাল ১১:২৯:০১




আজ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর
১৯ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৬:০৭