• ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ বিকাল ০৫:১৯:৫৬ (19-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৬ই মাঘ ১৪৩১ বিকাল ০৫:১৯:৫৬ (19-Jan-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পাইকগাছায় আটক নারী প্রতারককে মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন ইউপি সদস্য

১৯ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৬:২৫

পাইকগাছায় আটক নারী প্রতারককে মুচলেকা নিয়ে ছেড়ে দিলেন ইউপি সদস্য

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার দেলুটিতে মিতা আক্তার (৩০) নামে এক নারী প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।

১৮ জানুয়ারি শনিবার বেলা ১১টায় গরু দেওয়ার প্রলোভনে অর্থ আদায়কালে দেলুটি খেয়াঘাট এলাকায় স্থানীয়রা তাকে আটকে রাখেন। প্রতারক মিতা পার্শ্ববর্তী তালা সদরের বাসিন্দা মীর আব্দুল ফিরোজের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নে দরিদ্র সাধারণ মানুষদের থেকে গরু দেওয়ার প্রলোভনে অর্থ আদায় করছিলেন মিতা। তবে পূর্বে তিনি কয়েকবার প্রতারণার আশ্রয়ে একই ঘটনা ঘটিয়ে ধরা পড়ায় তাকে চিনতে পেরে স্থানীয়রা আটকে রাখেন। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য সুকুমার কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে মিতার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। যদিও কয়েক দফায় এমন প্রতারণা করে ধরা পড়লেও সর্বশেষ তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ইউপি সদস্য সুকুমার কবিরাজ মুঠোফোনে দাবি করেন, স্থানীয় জামায়াত, বিএনপির নেতৃবৃন্দ ও উপস্থিতিদের সকলের সম্মতিতে মুচলেকা নিয়ে অভিযুক্ত প্রতারক মিতাকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও মিতা প্রতারণার আশ্রয়ে দরিদ্র মানুষদের ঠকিয়ে অর্থ হাতিয়ে ডুমুরিয়া, পাইকগাছা, তালা, দেবহাটাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় কয়েকবার আটক হয়েছিল।

সর্বশেষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নাঙ্গলকোট ফোরামের ফ্যামিলি ডে পালিত
১৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:০৪:৫৭






কেএসডব্লিউএডি’র সভাপতি ইমন, সম্পাদক আল আমিন
১৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:০১:২১

নেছারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৪৩:৩০