শেখ সেলিম, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহর দাপিয়ে বেড়ানো ১২ জন দুর্ধর্ষ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেল গেটস্থ চুইজাল রেস্টুরেন্ট এলাকাসহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ এই তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, জেলগেট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্টের সামনে একদল ছিনতাইকারী পূর্ব পরিকল্পিতভাবে এক সিএনজি গতিরোধ করে অস্ত্রের মুখে এক ভুক্তভোগীর ২ লাখ ৭৫ হাজার টাকা, একটি ডায়মন্ডের রিং (যার মূল্য অনুমান ৫৫ হাজার টাকা), একটি মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্জামাদি ছিনিয়ে নেয়। ঘটনার পর ভুক্তভোগী এই বিষয়ে পুলিশকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।
অভিযানে পুলিশ তথ্য প্রযুক্তি ও স্থানীয় লোকজনদের সহায়তায় কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে ওই ঘটনায় জড়িতসহ ১২ জন পেশাকার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতাররা হলেন, কক্সবাজার পৌরসভার টেকপাড়ার মাসুদ হোসেনের পুত্র তানভীর হোসেন প্রকাশ পেটান, প্রকাশ আজাদুর রহমান (২২), কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার মোঃ শফিকের পুত্র মোঃ ইসমাঈল (২০), পাহাড়তলী ইসুলের ঘোনার এলাকার মোঃ সরওয়ারের পুত্র ইমরান সরওয়ার ইমন (২১), টেকপাড়ার মোঃ ফরিদের পুত্র মোঃ ইরফান ফারদিন (২০), মহেশখালী উপজেলার কুতুবজোমের খোন্দকার পাড়া এলাকার মোঃ হোছনের পুত্র সিহাব প্রকাশ খোকন (২৯), কক্সবাজার পৌরসভার সমিতিপাড়ার আবুল কাশেমের পুত্র মোঃ সোহেল (২৮), বৌদ্ধমন্দির এলাকার কৃষ্ণ চন্দ্র দাশের পুত্র সুমন কান্তি দাশ (২৫), কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকার মানিক মিয়ার পুত্র মোঃ হান্নান (১৯), পিটিস্কুল এলাকার মোঃ সেলিমের পুত্র সাইফুল ইসলাম (২৪) ও মোঃ হানিফের পুত্র মোঃ শাহীন প্রকাশ বুলেট (২২), পৌরসভার বাহারছড়ার মৃত ইসমাঈল মাঝির পুত্র হাসান মাহমুদ সাগর প্রকাশ ভিকি এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মোস্তফা কামালের পুত্র মিজবাউল হক মুন্না।
গ্রেফতাররা সবাই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মোহাম্মদ রহমত উল্লাহ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available