রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় দুই দলের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে আলমগীর হোসেন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়দলের আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ ২৬ জানুয়ারি রোববার সকালে ঘটনাটি ঘটে উপজেলার দুর্ঘম চরাঞ্চলের বাঁশগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থিতের মধ্যে। নিহতের নাম আলমগীর হোসেন সংঘর্ষে আশরাফুল হকের সমর্থক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতুল ও আশরাফুলের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই জেরে দুই দলের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
পূর্ব শত্রুতার জের ধরে আজ রোববার সকাল থেকে দু’দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এ রির্পোট লেখা পর্যন্ত এলাকায় সংঘর্ষ চলছে। নিহত ও আহতের সংখ্যা আরো বাড়তে পারে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল মাহমুদ বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available