• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ রাত ১০:৪৫:৩৭ (27-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৪ই মাঘ ১৪৩১ রাত ১০:৪৫:৩৭ (27-Jan-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

নবাবগঞ্জে সংবাদকর্মীকে কুপিয়ে জখম

২৭ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:২৬:০০

নবাবগঞ্জে সংবাদকর্মীকে কুপিয়ে জখম

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে মুখোশ পরা দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কুপে গুরুতর আহত হয়েছেন সংবাদকর্মী নাজমুল হোসেন অন্তর।

আহত সংবাদকর্মী বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি। তিনি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামের মানিক বেপারীর ছেলে।

২৫ জানুয়ারি শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি এলাকার ব্রিজের উপর এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাজমুল।

আহত নাজমুল জানান, দোহারের জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিল শেষে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসায় ফিরছিলাম। মোটরসাইকেল করে রাহুৎহাটি ব্রিজে উঠার আগে মুখোশ পরা দু’জন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তদের হাতে ধারালো অস্ত্র দেখে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করি। এসময় পিছন থেকে ধারালো অস্ত্রের আঘাত করা হয়। আঘাতে হাত ও পায়ে মারাত্মকভাবে জখম হয়। আহত অবস্থায় দৌড়ে পার্শ্ববর্তী জাগরণী চক্র ফাউন্ডেশন নামের এনজিও অফিসে আশ্রয় নিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, স্থানীয়সহ এনজিও প্রতিনিধিরা তাকে উদ্ধার করে প্রথমে বান্দুরা মডার্ন ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

আহতের ছোট ভাই নয়ন জানান, রোববার সকালে নাজমুল ভাইয়ের মোটরসাইকেলটি নয়নশ্রী ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। হামলাকারীরা ডাকাত হলে মোটরসাইকেলটি তো ফেলে যেতো না? এতেই বুঝা যায় ঘটনাটি পূর্বপরিকল্পিত। যারা আমার ভাইকে কুপিয়েছে আমি তাদের বিচার দাবি করছি।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরোগবিন্দ সরকার বলেন, নাজমুলের ডান হাত ও পায়ে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিসার জন্য রাতেই তাকে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের সহায়তায় একই ইউনিয়নের দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইছামতি নদীর তীর থেকে নাজমুলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ফকিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:৩৯

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়-সূচি প্রকাশ
২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:১০


ঘাটাইলে গুড়িয়ে দেয়া হলো অবৈধ সীসা কারখানা
২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৩০

মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ আটক ৪
২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩:৫৮