নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুখন্ড এলাকায় পূর্ব বিরোধের জেরে আব্দুল রফিক (৫২) ও তার স্ত্রী আকলিমা আক্তার(৪৫)কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ আজগর নামের এক ব্যক্তি৷ আজগর ওই গ্রামের বিল্লালের ছেলে৷
১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় আব্দুল রফিকের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে৷ ভুক্তভোগী পরিবার বাদী হয়ে এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আকলিমা আক্তার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজগরের সাথে আমাদের বিরোধ চলছিল। দুপুরে একই গ্রামের রজ্জব আলীর বাড়ির পাশে গেলে পূর্ব বিরোধের জেরে আমাকে গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে আমাকে লাঠি দিয়ে মারধর করে পায়ে ও মাথায় আঘাত করে।
আকলিমার স্বামী আব্দুর রফিক বলেন, আমার স্ত্রীকে যখন মারধর করে তখন আমি ও আমার মেয়ে বিথী আক্তার এগিয়ে আসি৷স্বামীকে মারধর থেকে বাঁচানোর চেষ্টা করলে আজগর আমাকে ও আমার মেয়েকেও মারধর করে জখম করে৷
আব্দুল রফিক জানান, একপর্যায়ে আমি ও আমার স্ত্রী গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা আমাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে৷এরপর আমরা হাসপাতাল থেকে চিকিৎসা নিই৷
তিনি আরও বলেন, আমার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা এবং আমার মেয়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে আজগর৷
এদিকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর এ ঘটনা সম্পর্কে জানতে আজগরের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি৷
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত হোসেন এশিয়ান টিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available