ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশাররফ হোসেন নামের একজন নিহত হয়েছেন।
আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ওই জেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন একই গ্রামের খবির হোসেন মন্ডলের ছেলে ও ঝিনাইদহ জজকোর্টে আইনজীবী সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান জানান, মঙ্গলবার সকালে হরিনাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের খাবির মন্ডলের দুই ছেলে নাসির হোসেন ও মোশারফ হোসেন একসাথে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কলা কাটতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের সাইদ, আকুল ও বকুলের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী দুইভাইকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
তিনি আরও জানান, গ্রামবাসী মারাত্মক আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছোট ভাই মোশারফকে মৃত ঘোষণা করে। আহত বড়ভাই নাসিরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওসি জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে থানায় মামলা নেওয়া হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযানে পুলিশ কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available