• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:১৯:০৪ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:১৯:০৪ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

৩১ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৩৭:৩৪

চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল আহাদকে গ্রেফতার করেছে পুলিশ।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি মসজিদের বারান্দায় এই ঘটনা ঘটে।

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইমাম আব্দুল আহাদ শিশুটিকে বাদাম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মসজিদের বারান্দায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকার শুনে তার মা এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, আব্দুল আহাদ (৪২) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানীহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধারে এই এলাকায় ইমামতি করছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব হোসেন জানান, শিশুটিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ধর্ষণ করার পর অভিযুক্ত ইমাম পালিয়েছিলেন কিন্তু পলাতক ওই ইমামকে বৃহস্পতিবার মধ্যরাতে ফরিদপুর সদরের কোতোয়ালি থানার গজারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শীঘ্রই তাকে আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ