• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:৫২:০৫ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩১ রাত ০২:৫২:০৫ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২

৩১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১৩:১২

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির কারখানায় বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আরবাব পশ্চিম পাড়ায় অভিযানে খেজুরের ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও সমসের আলীর ছেলে হামিদুলকে (৩০) আটক করে।

অভিযানে ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, উপজেলায় বিভিন্ন ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চলছে। আমাদের ভ্রাম্যমাণ অভিযান আরো বেগবান করা হবে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আটক আসামিদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ