স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর গভীর গজারি বন থেকে ব্যাটারী চালিত অটোরিকশা চালক ফালান মিয়ার (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের রাথুরা বন বিটের অধীন বেলতলী গ্রামের গভীর গজারি বন থেকে অটো চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অটোরিকশা চালক ফালান মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে রুবেল মিয়ার গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের চাচাতো ভাই মোজ্জামেল হোসেন মুঠোফোনে বলেন, ৯ ফেব্রুয়ারি রোববার সকালে ফালান অটোরিকশা নিয়ে বের হয়। ওইদিন রাতে বাসায় না ফেরায় তার স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে। পরদিন ১০ ফেব্রুয়ারি সোমবার ফালানের স্ত্রী রিনা আক্তার স্বামীকে না পেয়ে শ্রীপুর মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা-পুলিশের মাধ্যমে বেলতলী গ্রামের গভীর গজারি বনে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। সেখানে গিয়ে মুখে ধারালো অস্ত্রের আঘাতসহ ফালানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আশেপাশে কোথাও অটোরিকশা পাওয়া যায়নি। ধারণা করা, হচ্ছে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।
গ্যারেজ মালিক রুবেল মিয়া বলেন, দৈনিক ভাড়ার ভিত্তিতে ফালান তার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে চালাত। ৯ ফেব্রুয়ারি রোববার অটোরিকশা নেওয়ার পর রাতে জমা দিতে গ্যারেজে আসেনি। ওই রাতে তার স্বজনদের সাথে যোগাযোগ করে জানতে পারি ফালান বাসায় ফেরেনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, স্থানীয় আব্বাস উদ্দিন বনের ভিতর গরু চড়াতে এসে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সে এলাকার লোকজনকে ডাকাডাকি করে থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে দেখি মরদেহের মুখে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অটো রিকশা ছিনিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, গভীর গজারি বনের ভেতর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আটো চালকের মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available