রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি থেকে বিশেষভাবে প্যাকেটিং করে বেসরকারি কুরিয়ার সার্ভিস এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল পাঠানোর সময় ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের বনরূপা এসএ পরিবহন থেকে শুকনো সবজি খ্যাত র্যাপিং পেপার মোড়ানো ১০ বান্ডিল গাঁজাসহ আরিফুর রহমান নামের ওই যুবককে আটক করা হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন।
থানা পুলিশের মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আরিফুর রহমান নামের এক ব্যক্তি উক্ত প্যাকেটগুলো পার্সেল আকারে ঝিনাইদহ পাঠানোর জন্য বুকিং দিতে আসেন।
এসময় এসএ পরিবহন কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় বিষয়টি নিয়ে কোতয়ালী থানা পুলিশকে অবহিত করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে আরিফুরকে হাতেনাতে গাঁজাগুলোসহ গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available