• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৪৪:২৫ (13-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে ফাল্গুন ১৪৩১ রাত ১১:৪৪:২৫ (13-Mar-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

মানিকগঞ্জে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগে শিক্ষক আটক

১৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৮:৫৯:১৫

মানিকগঞ্জে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি অভিযোগে শিক্ষক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শিবালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল নামের এক শিক্ষককে আটক করেছে শিবালয় থানা পুলিশ।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিবালয় থানা পুলিশ ঐ শিক্ষককে আটক করে। আটক গোবিন্দ চন্দ্র শীল শিবালয় অক্সফোর্ড অ্যাকাডেমির ইংরেজি বিষয়ক শিক্ষক। তিনি পার্শ্ববর্তী ঘিওর উপজেলার করোটিয়া শাহাপাড়া এলাকার শ্যামল চন্দ্র শীলের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে টিফিনের সময় স্কুল ভবনের চার তলায় একা ওঠারর সময় সিঁড়িতে গোবিন্দ স্যার পেছন থেকে জাপটে ধরে। এসময় শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে আমাকে কুপ্রস্তাব দেয়। সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই। এরপর বিদ্যালয়ের বড় আপুদের সহযোগিতায় প্রধান শিক্ষকের কাছে বিচার দিলে স্যারেরা বাসায় এ ঘটনা জানাতে নিষেধ করেন এবং ক্লাসে পাঠিয়ে দেন। আবার কয়েকজন স্যার আমাকে কটূ কথা বলেন।’

ভুক্তভোগীর বাবা জানান, ‘যে শিক্ষক আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেই শিক্ষকের কঠিন বিচার চাই। ওই লম্পট শিক্ষককে বাঁচানোর জন্য যারা মদদ দিয়েছে, তাদেরও বিচার চাই। আমার মেয়েটা এখন হতাশার মধ্যে আছে।’

এ বিষয়ে অক্সফোর্ড অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার পর শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছি।
শিক্ষককে বাঁচানোর কথা জানতে চাইলে তিনি অস্বীকার করেন।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল মামুন জানান, ‘এ ঘটনার ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে আমরা ওই শিক্ষককে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার
১৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:১৪