নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে ডাকাতি করা মালামালসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। ৩ মার্চ সোমবার রাত ১০টার দিকে উপজেলার নবাবগঞ্জ চৌরাস্তা থেকে ৫ জনকে প্রথমে আটক করে৷
পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে প্রথমে ৫ জনকে আটক করার পর তাদের কথামতো গরু চোর হিসেবে খ্যাত সুজন কসাইকে আটক করে। এরপর পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের সহযোগী মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার আরও ৪ জনের নাম ঠিকানা জানায়। পরে, ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে সিঙ্গাইরের বিভিন্ন এলাকা থেকে আরও চারজনকে আটক করে।
৪ মার্চ মঙ্গলবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে ডাকাত দলের ১০ সদস্য আটক, গরু-ছাগল ও একটি নীল রঙের ট্রাকসহ দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে জানান দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম।
এ সময় তাঁদের কাছ থেকে একটি ট্রাক, একটি গরু ও তিনটি ছাগলসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের মধ্যে মোশারফ হোসেন ওরফে মোশার নামে মাদকসহ ১০টি মামলা রয়েছে। এছাড়া তোতা ঢালীর নামে ১৩টি, হাবিবুর রহমানে নামে ৫টি, ইসমাইল হোসেনের নামে ২টি ও সুজন বেপারীর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে আটকদের নামে ডাকাতির মামলা রুজু হয়েছে। এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে দোহারে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, এরা পেশাদার ডাকাত। তারা ডাাকাতির পরিকল্পনা করেই এসব করেছে। বিভিন্ন থানায় খোঁজ নিয়ে আটকদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available