• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৯:২৯:৪৪ (06-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ সকাল ০৯:২৯:৪৪ (06-Mar-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

৫ মার্চ ২০২৫ দুপুর ১২:১২:৩০

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া, ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজনের সাথে একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর লোকজনের (মড়লবাড়ির) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

৩ মার্চ সোমবার দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা বিচার শালিসের মাধ্যমে শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি। এরই জেরে মঙ্গলবার তর্কাতর্কির এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেফতার
৬ মার্চ ২০২৫ সকাল ০৮:৩০:৫৫