• ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:৩২:০৪ (10-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৬শে ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:৩২:০৪ (10-Mar-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

৯ মার্চ ২০২৫ দুপুর ১২:৫৬:০১

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পাওনা টাকাকে কেন্দ্র করে রবিউল ইসলাম রবি (১৮) নামে এক যুবককে বেধড়ক মারধরের পর মারা যাওয়ার ঘটনায় মামলার প্রধান আসামী জিসান ইসলাম রহমতকে (২১) গ্রেফতার করেছে র‍্যাব।

৬ মার্চ বৃহস্পতিবার  রাত সাড়ে ১১টায় র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর যৌথ টিম ঢাকার সাভার থানার ঝাউচড় বাজার এলাকায় সিদ্দিক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে জিসানকে গ্রেফতার করে।

পরে শুক্রবার ভোরে জিসানকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী দুপুরে রবিউল তার পাওনা ৬০০ টাকা ফেরত নিতে গেলে মাগুড়া ইউনিয়নের নয়নীবুরুজ উচ্চ বিদ্যালয়ের সামনে ঝলইহাট-কালিয়াগঞ্জ সড়কে জিসান সহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তার বাম চোখে ইট দিয়ে আঘাত করা হয় এবং গলা চিপে শ্বাসরোধ করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে বাড়িতে পাঠান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু পথিমধ্যে দেবীগঞ্জ পৌঁছালে রবিউল আরও অসুস্থ হয়ে পড়ে এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারী রবির মামা জয়নাল ইসলাম বাদী হয়ে জিসান ইসলাম রহমতকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখসহ সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামীরা গা ঢাকা দেয়। পরে এ ঘটনায় র‍্যাব-১৩ প্রধান আসামীকে গ্রেফতারের জন্য কাজ শুরু করে। অবশেষে অভিযান চালিয়ে জিসানকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, র‍্যাব-১৩ ও ৪ এর সহযোগিতায় হত্যা মামলার প্রধান আসামী জিসান ইসলাম রহমতকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সব স্বীকার করায় রিমান্ডের প্রয়োজন হয়নি। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ