সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল মান্নান প্রকাশ সুমনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী ও যুবসমাজের ব্যানারে ওই মানববন্ধন কমসূচি পালিত হয়।
জানা গেছে, গত ১১ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে প্রকৃতির ডাকে বাইরে যান প্রবাসীর স্ত্রী(২৩)। এসময় উপজেলার ৩ নং ডুমুরুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পরিকোট গ্রামের আবদুর রশিদের ছেলে আবদুল মান্নান প্রকাশ সুমন ও তার সহযোগীরা মিলে তার মুখ চেপে ধরে। পরে গৃহবধূর শরীরে থাকা ওড়না দিয়ে হাত পা বেঁধে ফেলে ধর্ষণ চেষ্টা করে। ওদিকে, দীর্ঘসময় যাবত ঘরে না ফেরায় গৃহবধূর খোঁজে বাহিরে আসেন গৃহবধূর শ্বশুর ও শাশুড়ি। পরে টের পেয়ে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়।
এরপর ভুক্তভোগী বাদী হয়ে ১২ মার্চ বুধবার সেনবাগ থানায় একটি মামলা দায়র করেন। মামলাটি তদন্ত করছেন সেনবাগ থানার এস আই আবদুস সালাম। তিনদিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় শুক্রবার বাদ জুম্মা ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গৃহবধূ জানান, মাথা, পাজর ও পায়ে আঘাত পেয়েছেন তিনি। আঘাতের কারণে হাটতে ও চলাফেরা করতে কষ্ট হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হযরত আলী এসএম জানান, অভিযুক্ত সুমনকে গ্রেফতারে সেনবাগ থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available