চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ পড়তে আসা চতুর্থ শ্রেণির এক শিশু বলৎকারের শিকার হয়েছে। ১৪ মার্চ শুক্রবার রাতে চরফ্যাশন উপজেলার খাস মহল জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অসুস্থ শিশুটি বর্তমানে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খাসমহল মসজিদের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার তারাবির নামাজের সময় পাঞ্জাবি টুপি পরা এক যুবক ১০ বছর বয়সী এক শিশুকে নিয়ে খাস মহল জামে মসজিদের সামনে ঘুরছিল। পরে শিশুটিসহ ওই ব্যক্তি মসজিদের ভেতরে ঢোকে। এর পরই শিশুটিকে মসজিদের তিন তলায় নিয়ে যায় পাঞ্জাবি টুপি পরা ওই যুবক। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, রাত ৮টা ২৮ মিনিটের সময় শিশুটি মসজিদ থেকে তার পরনে থাকা পাঞ্জাবি টুপি হাতে নিয়ে মসজিদ থেকে দৌড়ে বের বের হচ্ছে।
শিশুটির পরিবার জানায়, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে আলিয়া মাদরাসা মসজিদে যায় ১০ বছর বয়সের মাদ্রাসা পড়ুয়া শিশু। সেখানে তার মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরছিল সে। পথে এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে নিয়ে যায়। মাদরাসার মাঠ ও হেলিপ্যাড এলাকায় ঘুরানো শেষে কৌশলে শিশুটিকে খাস মহল জামে মসজিদের তিন তলায় নিয়ে বলৎকার করে।
চরফ্যাসন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available