ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রমজান আলী নামের এক যুবক খুন হয়েছেন।
১৮ মার্চ মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে।
নিহত রমজান পূর্বতারাকো গ্রামের মৃত হানিফের পুত্র।
নিহতের স্বজনরা জানান, আহত হাসানসহ ৩ জন মিলে ছুরিকাঘাতে খুন করে রমজানকে। এ ঘটনায় পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া আরও ৪ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
এ ব্যাপারে হাটহাজারী সার্কেল এএসপি কাজী মো.তারেক আজিজ বলেন, শান্তিরহাট বাজারে হাসানের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী রমজানের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিয়ে হাসানসহ পাচঁজনকে আটক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available