• ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৩:৫৬:০৭ (19-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ বিকাল ০৩:৫৬:০৭ (19-Mar-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

১৯ মার্চ ২০২৫ সকাল ১০:৪১:৫০

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে পূর্ব শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।  

১৮ মার্চ মঙ্গলবার রাত ১১টার দিকে সাভারের মডেল থানাধীন সিআরপি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুলতান হোসেন সাগর নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভারের ডগরমোরা এলাকায় ভাড়া থেকে ঢাকা ডাইং নামের একটি প্রতিষ্ঠানে রংয়ের কাজ করতেন।

পুলিশ জানায়, রাতে পূর্ব শত্রুতার জেরে সাগরকে বাসা থেকে ডেকে নেয় ৬/৭ জন যুবক। পরে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় তাদের ভিতরে একজন সাগরকে ছুরিকাঘাত করে। পরে সাগরকে ফেলে রেখে ওই যুবকেরা পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে সাগরেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যায় তার বন্ধুরা। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সাভার থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে আরসা প্রধান আতাউল্লাহ আটক
১৯ মার্চ ২০২৫ বিকাল ০৩:২৪:০৭


ফতুল্লায় মাদ্রাসা ছাত্র খুন, যুবক আটক
১৯ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৫:২৯