• ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ রাত ১০:৩৪:১৭ (19-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৫ই চৈত্র ১৪৩১ রাত ১০:৩৪:১৭ (19-Mar-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

২০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৯ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৩

২০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর গুলশান থানাধীন শাহজাদপুর এবং যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে ২০০০০ (বিশ হাজার) পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ মার্চ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের ২টি টিম সহকারী পরিচালক জনাব মো. এনায়েত হোসেনের নেতৃত্বে উত্তরা সার্কেল তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় হতে ১৪০০০ (চৌদ্দ হাজার) ইয়াবাসহ কক্সবাজারের উখিয়ার বশির আহমেদের ছেলে মোহাম্মদ হাছানকে (২৮) ও একই এলাকার মোহাম্মদ হাছানের স্ত্রী মিনু আরাকে (২৮) গ্রেফতার করা হয়।

পরবর্তীতে যাত্রাবাড়ী থানাধীন গোপালবাগ এলাকায় সকাল ৯টায় পৃথক অভিযানে ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবাসহ বান্দরবানের নাইক্ষৎছড়ি এলাকার মৃত. কালা মিয়া প্রকাশ আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক (৪৮) ও কক্সবাজার জেলার শামছুল আলমের ছেলে মো. সাঈদকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদক ইয়াবা সরবরাহ করতো। উপর্যুক্ত মাদকদ্রব্যসহ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জেরিন সুলতানা, উপপরিদর্শক, উত্তরা সার্কেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ