নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ডাকাতি করে যাবার সময় ট্রাক উল্টে এক ডাকাত নিহত এবং আহত ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২০ মার্চ বৃহস্পতিবার ভোর চারটার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাক উল্টে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের নাম রুবেল হোসেন ও মাসুদ রানা। তবে নিহত ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, হতাহতদের নাম পরিচয় এখনো পুরোপুরি জানা যায়নি। তবে তাদের বাড়ি বগুড়া ও নওগাঁ জেলার মহাদেবপুর এবং আহতরানীনগর থানায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আহত হয়ে গ্রেফতার ২ ডাকাত মাসুদ ও রুবেলকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডাকাতের মরদেহ নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানান, এই উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা কালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ৬টি স্থানে বেরিকেড দেয় এবং ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা ওই ছয়টি স্থানের বেরিকেড ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি শাহীন রেজা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available