• ঢাকা
  • |
  • সোমবার ১০ই চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২৩:১২ (24-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৭:২৩:১২ (24-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত, আহত ২

২২ মার্চ ২০২৫ সকাল ০৮:৪২:২৪

কেরানীগঞ্জে গণপিটুনিতে ২ ছিনতাইকারী নিহত, আহত ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে গণপিটুনিতে আসিফ মুন্সী (১৮) ও হাসান নামে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর ২ ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, আতিক (১৮) ও জাহিদ (১৮)।

২১ মার্চ শুক্রবার ভোরে রাজধানীর চকবাজার থানাধীন চম্পাতলী ঘাট ও কেরানীগঞ্জের নাদু বেপারী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়াইব হাসান জানান, ভোরে বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জ এলাকায় ছিনতাই করছিল কয়েক ছিনতাইকারী। সেখানে স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। তখন কয়েকজন পালিয়ে গেলেও ৩ ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে চকবাজারের চম্পাতলী ঘাটে চলে আসে। এসময় ওপার থেকে স্থানীয় লোকজন চিৎকার করতে থাকে। ছিনতাইকারীরা চকবাজার চম্পাতলী ঘাটে উঠলে স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দেয়।

তিনি জানান, গণপিটুনির শিকারদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মারা যায় আসিফ মুন্সী। গুরুতর আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে একই ঘটনায় গণধোলাইয়ের শিকার একজনের মরদেহ কেরানীগঞ্জের নাদু বেপারী ঘাট এলাকায় পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশুর নৌ-পুলিশের এসআই মোক্তার হোসেন জানান, নিহত যুবকের নাম হাসান। হাসান বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সুলতানি গ্রামের মানিক মাঝির ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মুসলিম নগর কুরবান হাজির বাড়িতে বসবাস করত।

এলাকাবাসী জানান, কয়েক ছিনতাইকারী ভোরে বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিয়ে পানিতে ফেলে দেয়। দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় থেকে সে পানিতেই মারা গেছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হোসাইন বলেন, ঘটনা শোনার পর আমি আমার অফিসার দিয়ে তদন্ত করে দেখেছি, আমার থানা এলাকায় কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। কেউ কোনো অভিযোগও দেয়নি। একটা মরদেহ নৌ-পুলিশ, আরেকটা মরদেহ চকবাজার থানা পুলিশ উদ্ধার করেছে। তারা তদন্ত করে দেখবে আসলে কী ঘটেছিল।

হাসপাতালে নিহত আসিফের মা তানিয়া বেগম জানান, তার ছেলে আসিফ ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতো। তারা কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় থাকেন। আসিফের বাবা মো. জহির রিকশাচালক।  

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার এক বন্ধুর জন্মদিনে উপলক্ষে কেরানীগঞ্জের জিনজিরা যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর আর রাতে বাসায় ফেরেনি। সকালে লোক মারফত জানতে পারেন ছিনতাইকারী সন্দেহে তাদের মারধর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




২৭ মিনিট পর চালু হলো মেট্রোরেল
২৪ মার্চ ২০২৫ বিকাল ০৫:১৬:৫১






পীরগঞ্জে বীজ ও সার বিতরণ
২৪ মার্চ ২০২৫ বিকাল ০৩:৪২:৪৮