সাভার প্রতিনিধি: সাভারে ইতিহাস পরিবহন নামে একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয় ডাকাত দল। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে সাভার মডেল থানা হেফাজতে নেওয়া হয়েছে।
৪ এপ্রিল শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলো- বাসের চালক রজব আলী (৩০) ও বাসের সহকারী এমদাদুল হক (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে কর্ণপাড়া ব্রীজের সামনে আসলে চলমান অবস্থায় বাসে থাকা যাত্রীদের কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণসহ আরও মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা। পরে ডাকাতরা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যায়।
বাসযাত্রী সুমন সরকার জানান, আমি চন্দ্রা থেকে বাসে উঠেছি। পরে বাসটি সাভারে এসে পৌঁছালে উলাইল থেকে কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে নেয়। এ ছাড়াও বাসে থাকা অন্যান্য যাত্রীর স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
ইতিহাস বাসের চালক রজব আলী বলেন, বাসে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। পরে যাত্রীরা গাড়ি ভাঙচুর চালায়। এ সময় আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। আমরা আশাবাদী অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available