নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকা না দেয়ায় নিজ মা রায়না বেগমকে (৬০) কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে তানবির চৌধুরী নামের এক যুবক।
৪ এপ্রিল শুক্রবার রাতে হসপিটাল সড়কের শান্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খরব পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তানবির চৌধুরীকে (৩৫) আটক করে নবীগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনা জানাজানি হলে আতঙ্ক আর উৎকন্ঠা সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে।
রায়না বেগমের ছোট ছেলে তানজিন চৌধুরী বলেন, রাতে মা ভাত খেতে বসেছিলেন। আর আমরা পরিবারের অন্যান্য সদস্যরা পাশেই চাচার বাসায় দাওয়াত খেতে বসেছিলাম। এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানবির। টাকা না দেয়ার কারণে পেছন থেকে এসে ভাত খাওয়া অবস্থায় মা'কে দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে।
পরে রায়না বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। রায়না বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় দা’সহ তানবির চৌধুরীকে আমরা থানায় নিয়ে আসি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available