চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাসনে তুচ্ছ ঘটনায় কথার কাটাকাটিতে মো. মাসুদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ৫ এপ্রিল শনিবার নিহতের ভাই মো. রায়হান বাদী হয়ে আবুবক্করপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলামিনসহ ৪৫ জনকে আসামি করে চরফ্যাসন দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দুলারহাট থানা পুলিশ ঘটনায় জড়িত এক নারীসহ ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতাররা হলেন মো. সুজন (২৬), রনি পাটোয়ারী (২৫), মো. রানা পাটোয়ারী (২২), হাসিনা বেগম (৫০), রফিক মুনসী (২১), মো. কালু বেপারী (২২), রিয়াজ উদ্দিন (২৫), মো. লাবলু (৪৫) ও আবদুল লতিফ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ মীমাংসা করতে সেচ্ছাসেবক দল নেতা আলামিনকে ঘরে ঢুকতে না দেয়ায় নিহতের ছোট ভাই রাসেলের সঙ্গে তর্কবিতর্ক হয়। তর্কের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন তার দলবল নিয়ে ২ এপ্রিল বুধবার রাতে মাসুদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
৪ এপ্রিল শুক্রবার পারিবারিক কাজের জন্য নিহতের ভাই রায়হান ও মহসিন স্থানীয় দুলারহাট বাজারে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনসহ তার সাঙ্গপাঙ্গরা মোটরসাইকেল যোগে গিয়ে দুই ভাইয়ের গতিরোধ করে তাদের বেদড়ক মারধর করেন। তারা মাসুদের বাড়িতে গিয়ে বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। এসময় মাসুদসহ তার পরিবারের সদস্যরা বাধা দিতে গিয়ে মাসুদসহ ৬ জন গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে মাসুদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের ভাই রায়হান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, হত্যাকাণ্ডে জড়িত ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available