• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৫২:৪৩ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ বিকাল ০৪:৫২:৪৩ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পিরোজপুরে এক রাতে ৫ বাড়িতে সিঁদ কেটে টাকা ও স্বর্ণালংকার চুরি

৭ এপ্রিল ২০২৫ সকাল ০৮:০৩:২৫

পিরোজপুরে এক রাতে ৫ বাড়িতে সিঁদ কেটে টাকা ও স্বর্ণালংকার চুরি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে সিঁদ কেটে একই রাতে পাঁচটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন চুরি করে নেয় চোরচক্র।

৫ এপ্রিল শনিবার রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুহুদশকাঠি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর সরেজমিনে পরিদর্শন করেছেন নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার।

জানা যায়, গভীর রাতে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে চোররা রিপন বৈদ্য, পার্থ বৈদ্য, প্রশান্ত বৈদ্য, সত্য বৈদ্য ও রমেন বৈদ্যের বাড়িতে সিঁদ কেটে ঘরের ভেতরে ঢুকে মূল্যবান জিনিস, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে। সকালে ঘুম থেকে উঠে ঘরের সিঁদ কাটা দেখে চুরি যাওয়া বাড়ীর লোকজন ঘটনা বুঝতে পারেন। পরে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেন। একই রাতে একটি গ্রামের পাঁচটি বাড়িতে চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী রিপন বৈদ্য জানান, ‘আমি কয়েকদিন আগে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি গরু বিক্রি করেছি। ঈদের ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল তাই ব্যাংকে টাকা রাখতে পারিনি। সব টাকা চোরেরা নিয়ে গেছে।’

অপর ভুক্তভোগী শোভা রানী বড়াল বলেন, ‘রাত আড়াইটার দিকে গোয়াল ঘরের বাঁধা গরুগুলো দেখে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি, আমার ব্যবহার করা দুটি সোনার চেন নিয়ে গেছে। আমরা দিনমজুর তাই অনেক কষ্ট করে এই স্বর্ণটুকু জোগাড় করেছিলাম।’

ওয়ার্ড চৌকিদার ইমরান হোসেন বলেন, ‘চুরির ঘটনা শুনে সরজমিনে গিয়ে থানায় জানিয়েছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে কিছু অপরিচিত লোক ইউনিয়নে আনাগোনা করছে হয়তোবা তারাই এই চুরির সাথে সম্পৃক্ত থাকতে পারে।’

ইউপি সদস্য কমলেশ রায় বলেন, ‘এলাকায় কয়েকদিন যাবত চুরির ঘটনা ঘটছে। ব্যস্ততার জন্য সরেজমিনে যেতে পারিনি। শুনেছি, চুরি হওয়ার নমুনাগুলো একই প্রকৃতির। ইদানিং এলাকায় কিছু বখাটে ও কিশোর গ্যাংয়ের সৃষ্টি হয়েছে। তাদের নিয়ন্ত্রণ না করতে পারলে এ ধরনের চুরির ঘটনা ঘটতেই থাকবে।’

এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। একই রাতে একইভাবে সিঁদ কেটে পাঁচটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মাটিরাঙ্গায় পরিত্যক্ত অস্ত্র উদ্ধার
৯ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৫৬:০৬