• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ রাত ০৮:৪৬:১৬ (09-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৬শে চৈত্র ১৪৩১ রাত ০৮:৪৬:১৬ (09-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ

৭ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৩:৫৮

কালিয়াকৈরে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

৬ এপ্রিল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার রহিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। গত ৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মির্জাপুরের গোড়াই সাউথইস্ট টেক্সটাইলের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন মোবাইল ফোনে তাকে বোর্ডঘর স্ট্যান্ডে ডেকে নেন বকেয়া বেতন দেওয়ার কথা বলে।

সেখানে গেলে আলতাব, ডেপুটি জেনারেল ম্যানেজার স্বাক্ষর হোসেন ও এক সহযোগী শাহিনুর তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, কর্মস্থলে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ মার্চ তাকে চাকরিচ্যুত করা হয় বলে দাবি করেন ভুক্তভোগী। এ বিষয়ে গত ২২ মার্চ মির্জাপুর থানায় আলতাব ও স্বাক্ষর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছিলেন তিনি।

তবে সেই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাৎ হোসেন জানান, তদন্তে কুপ্রস্তাব সংক্রান্ত কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার এসআই মো. শাহিন মিয়া জানান, ধর্ষণের মামলার ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বাংলাদেশের বাজারে আসছে ক্যামন ৪০ ও ৪০ প্রো
৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:২৮