• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:০৪:৪১ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ দুপুর ০২:০৪:৪১ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

নারায়ণগঞ্জে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

৭ এপ্রিল ২০২৫ সকাল ১০:০৭:২৫

নারায়ণগঞ্জে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে রনি (৩২) নামে এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৬ এপ্রিল রোববার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে। তিনি এলাকায় মাদক কারবার করতেন।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় কান্দিপাড়া সড়কের এলাহিপল্লী মোড়ে একদল সশস্ত্র দুর্বৃত্ত রনিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাকে কারা, কী কারণে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ওসি আরও জানান, নিহত রনি এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








গাজীপুরে বাটা শোরুমে ভাঙচুর, আটক ৪
৮ এপ্রিল ২০২৫ সকাল ১১:২২:৫৭