শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক দু'টি চুরির ঘটনায় ৩ চোরকে আটক করেছে পুলিশ। এর আগে উপজেলার সুচিপাড়া উত্তর ইউপির শোরশাক উত্তরপাড়া নতুন বাড়ির প্রবাসী মনির হোসেনের ঘরে চুরির এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ এপ্রিল শুক্রবার মধ্যরাতে একদল চোর তাদের গৃহে প্রবেশ করে ঘরে রক্ষিত মালামাল লুটে নেয়।
গৃহকর্তা মনির বলেন, চোরের দল ঘরের স্টিলের সুকেসের তালা ভেঙ্গে ৬ জোড়া কানের দুল, ৪টি গলার চেইন, ৩টি আংটিসহ আট ভরি স্বর্ণালংকার চুরি করে, যার বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ টাকার অধিক।
তিনি আরও বলেন, ওই রাতে আমরা পরিবার পরিজন নিয়ে পার্শ্ববর্তী ফেরুয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। পরে গভীর রাতে বাড়ি ফিরে চুরির এ ঘটনা প্রত্যক্ষ করি।
পরের দিন শনিবার গৃহকর্তার স্ত্রী চামেলী আক্তার (৩৫) বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ওই দিন স্থানীয় শোরশাক উত্তরপাড়া সৌদিয়া মার্কেটের সম্মুখে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আটকরা হলেন শোরশাক গ্রামের মো. জাকির হোসেন (২০), মো. রকি (২০), মো. পিয়াস হাসান (২২)।
এদিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির বিজয়পুর তাজের বাড়ির প্রবাসী কামরুজ্জামান বাচ্চুর ঘরেও চুরির ঘটনা ঘটে। গৃহকর্তী হাসিনা আক্তার( ৫৫) জানান, ‘গত ৫ এপ্রিল শুক্রবার দুপুরে আমার ছেলেসহ মেয়ের শ্বশুরালয়ে বেড়াতে যাই। ৬ এপ্রিল রোববার সকালে বাড়ি ফিরে এসে দেখি, আসবাবপত্র এলোমেলো, ঘরের দক্ষিণ পাশে জানালার গ্রিল কাটা। পরে অনুসন্ধান করে বুঝতে পারি, আলমিরায় রক্ষিত ৩টি স্বর্ণের নাকের ফুল, ২টি স্বর্ণের চুড়ি, ১ জোড়া স্বর্ণের অলংকারসহ ৫ ভরি স্বর্ণের মালামাল চুরি হয়েছে, যার বাজার মূল্য ৮ লক্ষ টাকার বেশি।’
তিনি আরও বলেন, একই সঙ্গে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রীও নিয়ে গেছে চোরেরা
এ বিষয়ে হাসিনা আক্তারের স্বামী মো. কামরুজ্জামান বাচ্চু বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available