• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৪৯:১৬ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৪৯:১৬ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

খাগড়াছড়িতে চবির ৫ শিক্ষার্থীকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা

১৭ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৫১:৩১

খাগড়াছড়িতে চবির ৫ শিক্ষার্থীকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বিজু উৎসব শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে তাদের অপহরণ করা হয়।

১৬ এপ্রিল বুধবার ভোর সাড়ে ৬টার দিকে জেলা সদরের গিরিফুল এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীদের সঙ্গে একজন টমটম চালককেও অপহরণ করা হয়।

অপহৃতদের মধ্যে রিশান চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য। এ ঘটনায় ইউপিডিএফকে (প্রসীত) দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

সংগঠনটির চবি শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, অপহৃত শিক্ষার্থীরা বিজু উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে যান। ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরার পথে বাঘাইছড়ি থেকে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে আসেন। তারা বাসের টিকেট না পেয়ে খাগড়াছড়ি সদরে মৈত্রীময় চাকমার আত্মীয়ের বাসায় রাত্রিযাপন করেন।

১৬ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কুকিছড়া এলাকা থেকে টমটম নিয়ে জেলা শহরে আসার পথে গিরিফুল এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী টমটম আটকিয়ে চালকসহ পাঁচ শিক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

পিসিপির কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা বলেন, এ ঘটনার জন্য আমরা ইউপিডিএফকে (প্রসীত) দায়ী করছি। তারা এই ঘটনা ঘটিয়েছে।

তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে অপহরণের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা করি না। আমরা সব সময় ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের পক্ষে। কোনো মহল ষড়যন্ত্রমূলকভাবে অপহরণের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে।’

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘৫ শিক্ষার্থীসহ ৬ জনকে অপহরণের বিষয়টি শুনেছি। পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠন জড়িত থাকতে পারে। আমরা মোবাইল প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গাজীপুরে ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৮ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:৫৬