মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের রাথুরা আদর্শ গ্রামে মাদকসেবন ঠেকাতে গেলে মাদকসেবীদের হামলার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
২২ এপ্রিল মঙ্গলবার রাতে ওই গ্রামের তিনটি পৃথক স্থানে একযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সাথে মাদক সেবনের প্রতিবাদ করায় এক নারীকে চাপাতি হাতে কোপানোর হুমকি দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে গ্রামের তিনটি স্পটে মাদকসেবীরা আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকেই পুরো এলাকায় ভীতিকর পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, ইউপি সদস্য সাবুর ভাই আওলাদ হোসেনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ঘরে প্রবেশ করে মাদক সেবন করে আসছিল। স্থানীয়রা বাধা দিলে তারা নানা ধরনের হুমকি দিতে থাকে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।
এর আগে, এই আওলাদ হোসেনের বিরুদ্ধে প্রতিবেশী লাকী বেগম (৩৮) মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, পারিবারিক শত্রুতার জেরে আওলাদ তাকে ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। গত ১৫ মার্চ রাত ১০টার দিকে সে ধারালো চাপাতি হাতে ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুনের হুমকি দেয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ জানান, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available