রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কে পুলিশের সিএনজি থামিয়ে ডাকাতির করার সময় দেশীয় অস্ত্রসহ আব্দুর ছফুর (৩৫) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
২৩ এপ্রিল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খুনিয়া পালং শফি আলম মেম্বারের রাস্তার মাথা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ডাকাত রামু খুনিয়া পালং জমিরাকাটা এলাকার মৃত সৈয়দ আলম ছেলে।
এসময় ঘটনাস্থল থেকে ১টি কিরিচ, ২টি ধারালো দা, ৫টি লোহার রড, ১টি চাইনিজ টিপ ছুরি এবং ২টি লাঠি জব্দ করা হয়।
রামু থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে রামু রামু থানাধীন হিমছড়ি পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন ফোর্সসহ সিএনজিযোগে রাত্রিকালীন ডিউটি করার সময় শফি আলম মেম্বারের রাস্তার মাথায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উপর ডিউটি সিএনজির সামনে এসে একদল ডাকাত ব্যারিকেড সৃষ্টি করে। সিএনজি থামিয়ে পুলিশ সদস্যরা ডাকাত আব্দুর ছফুরকে আটক করেন। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
থানা সূত্রে আরও জানা জায়, গ্রেফতার আব্দুর ছফুর পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত এলাকায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available