রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগেরেটসহ দুজনকে আটক করেছে পুলিশ।
২৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একটি বসতঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। এসময় অবৈধ সিগারেট রাখার দায়ে মোজাম্মেল হোসেন রাজু নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসান ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন রাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমরা বৃহস্পতিবার রাতে সুমিত্র নামের এক সিগারেট ব্যবসায়ীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে রিজার্ভ বাজারের রাজুর তথ্য পাওয়া যায়। সুমিত্র পুলিশকে জানায়, রাজুর বাসায় অবৈধ সিগারেট মজুদ রয়েছে।
এমন তথ্য পাওয়ার পরপরই সুমিত্রকে সাথে নিয়ে আমরা রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনীতে রাজুর বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় রাজুর উপস্থিতিতেই তার বসতঘর তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ টাকার বিদেশি সিগারেট পাওয়া যায়। স্থানীয়দের উপস্থিতিতে এসকল বস্তাবর্তি সিগারেট জব্দ করা হয়। এসময় রাজুকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available