• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৫০:২৬ (26-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৫০:২৬ (26-Apr-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

সেভেন মার্ডার মামলার আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চান নিহতের স্বজনরা

২৫ এপ্রিল ২০২৫ দুপুর ১২:১০:০৯

সেভেন মার্ডার মামলার আসামিদের দ্রুত ফাঁসি কার্যকর চান নিহতের স্বজনরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর সেভেন মার্ডারের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

২৫ এপ্রিল শুক্রবার সকাল সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডের সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অন্তর্বর্তী সরকার প্রধান ও বিচার বিভাগের কাছে হত্যাকারীদের বিচারের আবেদন করেন।

নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, ‘আমরা আমাদের স্বজনদের হারিয়েছি ১১ বছর পার হয়ে গেছে। অথচ, এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট খুনিদের ফাঁসি দেয়নি। বিচার বিভাগ ও অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, অন্তত আমাদের ৭টা পরিবারের কথা চিন্তা করে বিচার কার্যক্রম শেষ করা হোক। আমি আইন উপদেষ্টার প্রতি আবেদন করছি, আমরা সাতটা পরিবার কর্তা হারা হয়েছি। আমাদের অবস্থা বিবেচনা করে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম শেষ করে দ্রুত মামলাটা নিষ্পত্তি করা হোক। আমরা এইটুকু দেখে যেতে চাই।’

নিহত জাহাঙ্গীরের স্ত্রী সামছুন নাহার নুপুর বলেন, ‘আমার স্বামীর হত্যার সময়ে আমার মেয়ে গর্ভে ছিল। এখন আমার মেয়ের বয়স ১১ বছর। অথচ এখন পর্যন্ত  আমার মেয়ে তার পিতা হত্যার বিচার পায়নি। উচ্চ আদালতে মামলা ঝুলে রয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আবেদন করছি, অন্তত আমাদেরকে এই হত্যার বিচারটা শেষ করে দেওয়া হোক। আমরা অসহায়।’

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ মোট সাতজন গুম হন। গুম হবার ৩ দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিম প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও ভিকটিম চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল দুটি হত্যা মামলা দায়ের করেন। যার বিচারিক প্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে চলমান রয়েছে। এর আগে হাইকোর্ট নিম্ন আদালতের দেয়া আসামিদের ফাঁসির রায় বহাল রাখে। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে মামলাটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


তালায় নকল দুধ তৈরির উপকরণসহ ২জন আটক
২৬ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৩৬:৪৪



সাভারে সাংবাদিকের অফিসে হামলা ও ভাঙচুর
২৬ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৫৮:১৬



কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষে মহাসড়ক অবরোধ
২৬ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৫৫:২৯