• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৪:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৪:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা সদরঘাট, যাত্রী সংকটে লঞ্চ কম

১ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৯:০৬

অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা সদরঘাট, যাত্রী সংকটে লঞ্চ কম

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি ও জামায়াতের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকার সদরঘাট থেকে কয়েকটি লঞ্চ ছেড়ে গেলেও প্রথমদিনের তুলনায় যাত্রী কমেছে।

১ নভেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, পন্টুনে অপেক্ষা করছে লঞ্চ। টার্মিনাল এলাকায় যাত্রীর উপস্থিতি একেবারেই কম। দীর্ঘ সময় অপেক্ষার পর অল্প সংখ্যাক যাত্রী নিয়ে ছেড়ে যায় লঞ্চ।

বোগদাদিয়া-৭ লঞ্চের ম্যানেজার জহিরুল বলেন, তিন ঘণ্টা পর পর লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবুও যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে বিলম্বিত হচ্ছে যাত্রা। এরমধ্যে সকাল ৭টায় একটি লঞ্চ যাওয়ার পর সাড়ে ৯টায় আরেকটি লঞ্চ ছাড়ে। এরপর দুপুর সাড়ে ১২টায়, দুপুর সাড়ে ৩টায়, এভাবে পর্যায়ক্রমে লঞ্চ ছাড়ার কথা রয়েছে।

তিনি বলেন, ঘাটে তিনি ঘণ্টা বসে থেকেও লঞ্চে যাত্রী পাওয়া যাচ্ছে না। চাঁদপুরগামী ঘাটে কখনও যাত্রীর খরা ছিল না, কিন্ত অবরোধের কারণে যাত্রীই আসে না। লস দিয়ে লঞ্চ চালাতে হচ্ছে।

কর্ণফুলী-১৪ লঞ্চের করণিক মিজানুর রহমান বলেন, অবরোধের প্রথম দিনে মাত্র ১৫৫ জন যাত্রী নিয়ে আমরা ভোলায় গিয়েছিলাম। সেখানে আজ যাত্রীর সংখ্যা আরও কম। আগের দিনের অর্ধেক যাত্রীও পাইনি আজ।

বিআইডব্লিটিএ’র যুগ্ম-পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, আজ সকালে সদরঘাট থেকে ছয়টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রী কম থাকায় নিয়মিত চলাচলকারী আরও পাঁচটি লঞ্চ ঘাট ছেড়ে যায়নি। যেগুলো ছেড়ে গেছে সেগুলোতেও যাত্রীর সংখ্যা ছিল একেবারেই কম।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নৌ পথে যাত্রীরা নিরাপদে যাতায়াত করছে। যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে টহল দিচ্ছে। সন্দেহজনক কাউকে দেখা গেলে তল্লাশি করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২২:৪৭


বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ০১:১০:৫৩




নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩