নিজস্ব প্রতিবেদক: বিএনপির অবরোধের মধ্যে রাজপথে বিক্ষোভ মিছিল করেছে শাহবাগ থানার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
তারা জানায়, দেশব্যাপী বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের অপরাজনীতির বিরুদ্ধে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে তাদের এ কর্মসূচি চলবে। ওয়ার্ডের অলিগলিতেও বিএনপিকে নামতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
৮ নভেম্বর বুধবার বিকেলে রাজধানীর পরীবাগ কাউন্সিলরের কার্যালয় থেকে একটি মিছিলটি শুরু হয়ে হাতিরপুল ঘুরে সোনারগাঁও মোড়ে এসে শেষ হয়। মিছিলে কয়েক শত নেতাকর্মী অংশ নেয়। তারা বিএনপির অবরোধের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
মিছিল পরবর্তী সমাবেশে কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি- জামায়াতকে কোনো ছাড় দেওয়া যাবে না। অলিগলিতে ২৪ ঘণ্টা পাহারা বসানো হবে। যারা আজকে হরতাল-অবরোধ ডাকছে, জনগণ কিন্তু তাদের সঙ্গে নেই। তারা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে ও মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। তারা ঢাকাকে বিচ্ছিন্ন করতে চায়। তারা দেশকে ধ্বংসের দিকে নিতে চায়। আমরা তা রুখে দিব। প্রতি ওয়ার্ডে নেতাকর্মীরা সজাগ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা বলেন, নৌকাকে আবারও বিজয়ী করতে ওয়ার্ড থেকে কেন্দ্র ঐক্যবদ্ধভাবে এবার মাঠে নেমেছে। সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য আগামী দুই মাস রাজপথে থাকার বিকল্প নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতুলাল রায়, শাহবাগ থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুন খন্দকার মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, হাজী মজুমদার মকবুল, রেজাউল ইসলাম, বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন, সিরাজুল হক, আবুল কাশেম টিপু প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available