নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনে নাঙ্গলের প্রার্থী শেরীফা কাদের।
৭ জানুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন ও ভোট দানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এমন আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
শেরীফা কাদের বলেন, আমি এবারই প্রথম নির্বাচন করলেও এখানে আমি নতুন নই। আমি এই এলাকার মানুষের সাথে আছি ৩৩ বছর ধরে। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
নৌকার সমর্থন বিষয়ে জানতে চাইলে শেরীফা বলেন, সবার সমর্থনই কিছু কিছু পাচ্ছি। আমি জনগণের সাপোর্ট পাচ্ছি। তার মধ্যে তো নৌকার থাকবেই।
সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সমঝোতা ঠিক ওইভাবে হয়নি। যার যার মত সবাই আছেন। সমঝোতার জন্য হয়তো এক্সট্রা বেনিফিট পাবো। আওয়ামী লীগের অনেক লোক আমার সাথে এসে কাজ করছেন। সে হিসেবে বলা যায় এটা সমঝোতার জন্যই হয়েছে।
জাতীয় পার্টির অনেক প্রার্থী ভোট থেকে সরে গেছে। সরে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। যার যার ব্যক্তিগত ইচ্ছাই তারা ভোট থেকে সরে গেছে।
ভোটের রেজাল্ট যাই হোক মেনে নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে শেরীফা কাদের বলেন, ভোটের রেজাল্ট যেটা হবে, সেটাই মেনে নিতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available