নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত উত্তরা আজমপুর থেকে মাজার রোডের রাস্তার প্রায় অনেক বছর ধরে বেহালদশা। নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় জলাবদ্ধতা নিরসনে নামলেন ঢাকা-১৮ আসনের নবাগত এমপি আলহাজ খসরু চৌধুরী। সিটি করপোরেশন খরচ না দিলে নিজ অর্থায়নে রাস্তার কাজ করার আশ্বাস দিলেন তিনি।
১৪ জানুয়ারি রোববার সকালে উত্তরা মাজার রোডের সিএনজি পাম্প এলাকায় জলাবদ্ধতা রাস্তা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
খসরু চৌধুরী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন কাউন্সিলরদের সাথে নিয়ে মেয়র আতিকুল ইসলাম সাহেবের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসনসহ সকল সমস্যা সমাধানে কাজ শুরু করবো।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীম, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available