ঢাকা কলেজ প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ঢাকা কলেজ ইউনিটের ২০২৪ সেশনের জন্য নতুন ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হোসেন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ।
২২ জানুয়ারি সোমবার সকাল ১২ টয় ঢাকা কলেজ অডিটোরিয়ামে শাহাদাত হোসাইনের সভাপতিত্বে বিদায়ী বছরের বাঁধনের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও নবীববরণ ২৩ অনুষ্ঠিত হয়। সভায় বাঁধন ঢাকা কলেজ ইউনিটের এক বছর মেয়াদী নতুন ১৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।
নতুন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সহ সভাপতি পদে কাজী শাহজাহান ও শাকিল সরকার, সহ-সম্পাদক পদে হাসিব হোসেন, সাংগাঠনিক সম্পাদক ফাহিম মাহমুদ, কোষাধ্যক্ষ মো. হারুন, দফতর সম্পাদক মো. জহেরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল রেজা, তথ্য ও শিক্ষা সম্পাদক ইমলাক হোসেন এবং নির্বাহী ৫ সদস্যের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ উপাধাক্ষ্য এটিএম মইনুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড.আব্দুল কুদ্দুস শিকদার এবং ঢাকা কলেজ বাঁধনের ইউনিটের শিক্ষক উপদেষ্টা মো. ওবাইদুল করিম।
নবনির্বাচিত ঢাকা কলেজ ইউনিটের বাঁধন সভাপতি নাজমুল হাসান মানবতায় সেবায় রক্তদানের ন্যায় মহৎ কাজ অব্যাহত রাখতে ও অসহায় রোগীদের জীবন বাঁচাতে রক্তযোদ্ধাদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি সকলকে রক্তদানে আগ্রহী করার জন্য ক্যাম্পাসে ক্যাম্পেইনসহ বাঁধনের সাংগাঠনিক কার্যক্রম গতিশীল রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকা কলেজে সাংগাঠনিক কার্যক্রম পরিচালনা করছে বাঁধন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available