নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান মন্ত্রিপরিষদের সবাই স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছে। যার যার অবস্থান থেকে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিতের জন্য সবাইকে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ঢাকা-১৮ আসন গড়তে হবে।
২৭ জানুয়ারি শনিবার বিকেলে রাজধানীর উত্তরার বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খসরু চৌধুরী বলেন, অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমি বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশা আল্লাহ ভবিষ্যতেও থাকবো। সর্বদা মানুষের মুখে হাসি ফোটাতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। আমি আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করে যাবো।
বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, বঙ্গবন্ধু কালচারাল ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মামুনুল হক ও সাধারণ সম্পাদক আশরাফ উল আলম সবুজ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available