ঢাকা (উত্তরা) প্রতিনিধি : বিশ্ব ইজতেমা-২০২৪ উপলক্ষে ইজতেমায় আগত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের স্বাগত জানিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি।
২ জানুয়ারি শুক্রবার সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ আহবান জানান তিনি। এবারের বিশ্ব ইজতেমা যেন মুসলমানদের সারা বছরের জন্য চেতনা জাগ্রত করে সে ব্যাপারেও মুসল্লিদের গুরুত্ব দিতে বলেন।
মুসল্লিদের মুসলিম ভ্রাতৃত্ববোধের কথা উল্লখ করে খসরু চৌধুরী বলেন, তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানের আত্মিক উন্নতিসাধনের এক অনন্য সম্মেলন। বিশ্ব ইজতেমা ইসলামি উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা হতে মুসল্লিরা ইসলামের বিধি-নিষেধ ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাবেন এবং ইসলামের প্রকৃত মর্মার্থ অনুধাবন ও অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমার আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। আমি বিশ্ব ইজতেমার সাফল্য কামনা করছি। সেই সঙ্গে মোমিন মুসলমানদের এই ঐতিহাসিক জমায়েতে বিশ্ব মুসলমানের নিরাপত্তা, কল্যাণ ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available